Mon Oct 27 2025 Updated on Mon Oct 27 2025 কথা ছিলো, আবার ফিরে আসার কথা ছিলো, আবার ফিরে আসার, সেই ধুলো মাখা পথ দিয়ে হেঁটে চলার। কথা ছিলো, শৈশবের মাঠে ফিরে যাবার, সেই খেলার সাথী, সেই হারানো দিন খুঁজে পাবার। কথা ছিলো, স্কুলের বারান্দায় ফের দাঁড়াবার, সেই পুরনো বেঞ্চে বসে স্মৃতি হাতড়াবার। কথা ছিলো, এক সাথে বসে, জিরিয়ে নেবার, একসাথে একবুক নিঃশ্বাস ভোরে নেবার। কথা ছিলো, নিঃশব্দে জেগে সারারাত, পাখির ডাক শুনে, রোদের আলোয় চোখ মেলার। কথা ছিলো, কথা না বলে, কথা শোনার, মন দিয়ে, নীরবে, সব বুঝে নেবার। কথা ছিলো, ফিরে তাকাবার, আর একটি বার শেষ দেখার। কথা ছিলো, কথা রাখার, ভেঙে গেছে সব, হয়নি রাখা একটিও অঙ্গীকার। Comments Leave a Comment Name * Email * Comment * Submit Comment Note: Comments are moderated and will appear after admin approval. No comments yet. Be the first to comment!
Comments
No comments yet. Be the first to comment!