Updated on Thu Dec 20 2012
বেস্ট বাংলা ফন্ট: সিয়াম রুপালি
সিয়াম রূপালী / শ্যাম রূপালী (Siyam Rupali) ফন্ট অভ্র ফ্রী বাংলা ফন্ট প্রকল্পের অধীন বিকশিত হয়েছে । এখনো পর্যন্ত আমি যত বাংলা ফন্ট ব্যবহার করেছি, সিয়াম রূপালী (Siyam Rupali) সেরা বাংলা ফন্ট । সত্যিই এখনো পর্যন্ত ভাল বাংলা ফন্টের আকাল রয়েছে । বাংলা অক্ষরের “মাত্রা” বাংলা ফন্টকে খুব ছোট দেখাতে বাধ্য করে । এই কারণে বাংলা ফন্টের পাঠযোগ্যতা মুশ্কিল হয়ে দাড়ায়। সিয়াম রূপালী ফন্ট, রূপালী বাংলা ফন্টের একটি পরিবর্তিত রূপ। মোঃ তানবিন ইসলাম Siyam পূর্বোক্ত সমস্যাগুলো সমাধান করেছেন। আপনি এই ফন্ট ব্যবহার করে মেসেঞ্জারে চ্যাট করতে পারেন - ‘ছোট ফন্ট সাইজ’ কোনো সমস্যা হবে না.
আপনি বিনামূল্যে এই ফন্ট ডাউনলোড করতে পারেন এখান থেকে. আমি এই ফন্ট ব্যবহারের সুপারিশ করি।
Comments
No comments yet. Be the first to comment!